গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, শুধু মাত্রা জালালাবাদ ইউনিয়নে ৪নং ওয়ার্ড খামার পাড়া, মিয়াজীপাড়ার নাগরিকদের জন্য। মোট প্রার্থীর সংখ্যা- পুরুষ প্রার্থী হবে- ৩২ জন আর মহিলা প্রার্থী হবে- ৩২ জন। যদি খামারপাড়া ও মিয়াজীপাড়া মধ্যে পুরুষের আর মহিলার প্রার্থী কোটা সর্ম্পূণ না হয়, তাহলে জালালাবাদের যে কোন ওয়ার্ডের প্রার্থী ভর্তির মাধ্যমে কোটা সর্ম্পূণ করা হবে।
ভর্তির নিয়মাবলীঃ
১) শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি- ১ টি (বি.দ্র- যদি এস.এস.সি/ জে.এস.সি পরিক্ষার শিক্ষাগত পাশের সনদ না থাকে তাহলে রে.জি. কার্ডের ফটোকপি দিলে হবে)
২) ২কপি পি.পি. আর ৪ কপি স্টাম্প সাইজের ছবি।
৩) জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয় পত্রের ফটোকপি- ১টি।
৪) প্রার্থীকে নির্ধারিত ফি. জমা পূর্বক ফরম সংগ্রহ করতে হবে।(বি.দ্র.- ফরম শুধু মাত্র জালালাবাদ ইউনিয়ন পরিষদের কম্পিউটার কক্ষ হইতে সংগ্রহ করতে পারবেন)
যে সকল প্রার্থী ভর্তির হতে পারবেনঃ
১) প্রার্থীকে অবশ্যই ১৮-৩০ বছর বয়সের মধ্যে হতে হবে।
২) প্রার্থীকে সর্বনিম্ন ৮ম শ্রেণী পাশ করতে হবে।
৩) প্রার্থীকে অবশ্যই জালালাবাদ ইউনিয়নের নাগরিক হতে হবে।
4) প্রার্থী পুরুষ ক্ষেত্রে উচ্চতা- ৫‘৬“ আর মহিলার ক্ষেত্রে উচ্চতা- ৫‘২” হতে হবে।
প্রশিক্ষণ শুরুর তারিখঃ ১৮-০৩-২০১৮
প্রশিক্ষণ সমাপ্ত তারিখঃ ৩০-০৩-২০১৮
সর্বমোট- ১০ দিন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS