Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
2020 সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যে সকল প্রবাসী বাংলাদেশী নাগরিক বাংলাদেশে ফেরত আসচ্ছেন তাদের জন্য সুখবর
বিস্তারিত

জরুরি বিজ্ঞপ্তিঃ 

2020 সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যে সকল প্রবাসী বাংলাদেশী নাগরিক বাংলাদেশে ফেরত এসেছে তাদের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নতুন RAISE (রেইজ) প্রকল্প হাতে নিয়েছে। সরকার কর্তৃক গৃহীত এই RAISE (রেইজ) প্রকল্পের মাধ্যমে বিদেশ ফেরত কর্মীদের পুন:একত্রীকরণের (রিইন্টিগ্রেশন) উদ্যোগ গ্রহন করা হয়েছে। তাঁদের আত্নকর্মসংস্থান তথা পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে রেফারেলের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আয়বর্ধক প্রশিক্ষণ, বাংলাদেশে কর্মসংস্থান তৈরিতে সহায়তা, দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণ, দক্ষতা সনদ প্রদান, পূনরায় বিদেশ গমন সহায়তা প্রদান, কারিগরি প্রশিক্ষণ ও ঋণহস অন্যান্য সেবা প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।


শর্তঃ ২০২০ সালের জানুয়ারীর ১ তারিখের পর থেকে এযাবৎকাল পর্যন্ত বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী হতে হবে। 


রেজিষ্ট্রেশন করতে যা লাগবেঃ

১। পাসপোর্ট। (নতুন পুরাতন উভয়) - মূল কপির সাথে এককপি ফটোকপি

২। জাতীয় পরিচয়পত্র (এন আই ডি)/ অনলাইন জন্ম সনদ - মূল কপির সাথে এককপি ফটোকপি

৩। ভিসা পেপার / ই-ভিসা- মূল কপির সাথে এককপি ফটোকপি

৪। আউটপাস/ এয়ার টিকেট/ বোর্ডিং পাস/ ট্রাভেল পাস - মূল কপির সাথে এককপি ফটোকপি


বি: দ্র: মূল কপি সাথে নিয়ে আসতে হবে এবং পরবর্তীতে বিদেশ ফেরতদের সরকারি সেবার পাওয়ার জন্য এই রেজিষ্ট্রেশন অত্যাবশ্যক হবে।


ওয়েল ফেয়ার সেন্টারের ঠিকানাঃ

এসে কে টাওয়ার, A 203/204 ইউনিট, খুরুশকুল, রাস্তামাথা, তারাবনিয়ার ছাড়া, কক্সবাজার।

অফিস টাইম: রবিবার - বৃহস্পতিবার, সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা।

কক্সবাজার ওয়েলফেয়ার সেন্টারের পক্ষে -

ইকবাল হোসাইন ০১৮৪৪-২১৬৪৪০

সলিম উল্লাহ কাদের

মোবাইল: ০১৮৪৭-২৯৪০৫৩

মোসলেম উদ্দিন: ০১৬০৯৫৩৫৯০৯

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/09/2023
আর্কাইভ তারিখ
31/12/2023