Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সামাজিক নিরাপত্তা কর্মসূচির পুরতান সকল উপকারভোগীর লাইভ ভেরিফিকেশন করা হবে।
বিস্তারিত

জরুরী ঘোষণা, এতদ্বারা অত্র ইউনিয়ন পরিষদের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা দুঃস্থ মহিলা, অসচ্ছল প্রতিবন্ধী, হিজাড়া, জনগ্রসর ভাতা এবং প্রতিবন্ধী, হিজড়া, অনগ্রসর উপবৃত্তি কার্যক্রমের সকল ভাতাভোগীকে জানানো যাচ্ছে যে, ভাতার টাকা দ্রুত ও সহজে উপকারভোগীদের নিকট পৌঁছানোর লক্ষ্যে অক্টোবর, 2020 খ্রিঃ হতে জি টু পি পদ্ধতিতে ভাতার অর্থ বিতরণ করা হচ্ছে। ইতি মধ্যে অনেক ভাতাভোগী মারাগেছে আবার অনেকের মোবাইন নাম্বার ভূল হওয়ার কারণে ভাতার টাকা অন্য জনের নাম্বারে চলে যাচ্ছে, সঠিক ভাতাভোগির টাকা নিশ্চিত করার লক্ষ্যে আগামী-১৬/০৯/২০২৩খ্রিঃ তারিখ সকাল-০৯.০০টা  হতে বিকাল ০৪.০০টা পর্যন্ত জালালাবাদ ইউনিয়ন পরিষদ কার্যলয়ে পূণরায় ভাতাভোগী সরাসরি যাচাইবাচাই কার্যক্রম হবে। উক্ত ভাতাভোগীর পূণ যাচাইবাচাই কার্যক্রমে যে সকল ভাতাভোগী যাচাইবাচাই কার্য্যক্রম সম্পূর্ণ করবে না, তাহাদের ভাতা বহি বাতিল করা হবে। 

যাচাইবাচাই করার জন্য যা দরকার হবেঃ

* ভাতারভোগীর মূল বহি।

* নিজের নামের মূল এন.আই.ডি./জন্ম নিবন্ধন এর কপি।

* ভাতাভোগীর মোবাইল নাম্বার।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
12/09/2023
আর্কাইভ তারিখ
31/10/2023